স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার উদ্যোগে পৃথক পৃথক স্থানে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ ১১ জানুয়ারি শনিবার সকাল ৯টায় শাহরাস্তি কালিবাড়ি মাঠে ও দুপুর 2 টায় হাজীগঞ্জ মডেল সরকারী পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে এই সম্মেলন আয়োজন করা হয়েছে জানান উভয় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
এ প্রেস ব্রিফিং করেন উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ। ১১ জানুয়ারি (শনিবার) বাংলাদেশ জামায়াত ইসলামী হাজীগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কর্মী সম্মেলনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে দলটি।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিশেষ অতিথি হিসাবে থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোঃ মোবারক হোসাইন, কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
আরো উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সাবেক জেলা আমীর মাও: আব্দুর রহিম পাটওয়ারী, নায়েবে আমীর এড: মাসুদুল ইসলাম বুলবুল,জেলা সেক্রেটারি এ্যাডভোকেট মোহাম্মদ শাহাজাহান।
পথক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির বিএম কলিম উল্লাহ ও শাহরাস্তি উপজেলার আমীর মোস্তফা কামাল।
সমাবেশ সফল করতে সকলকে আমন্ত্রন জানান হাজীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির আবুল হাসনাত পাটোয়ারী ও শাহরাস্তি পৌর আমীর মাও: জাহাঙ্গীর আলম।