নিজস্ব প্রতিবেদক:
সরকার বিরোধী চলমান আন্দোলনে এবার পুলিশী অভিযানে গ্রেফতার হয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস আলহাজ্ব মোশারফ হোসেন মোশারফ হাজী। ২ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টার সময় শহরের কোড়ালিয়া নিজ বাসভবন থেকে আটক করা হয়। চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মহসীন আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার আশঙ্কায় রাজনৈতিক মামলায় তাকে আটক করা হয়েছে। ৩ নভেম্বর শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
এদিকে, মোশারফ হাজীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম। তিনি বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে দলের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচি আমরা চাঁদপুরের শান্তিপূর্ণভাবে পালন করছি।
কিন্তু পুলিশ বিনা কারণে মিথ্যা মামলায় চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আকাতার হোসেন মাঝির পর এখন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনকে আটক করেছে। এছাড়া আমাদের অসংখ্য নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। নেতা-কর্মীরা বাড়িঘর ছাড়া। প্রতি রাতেই নেতা-কর্মীদের বাড়ি বাড়ি পুলিশ হানা দিচ্ছে। তিনি অবিলম্বে এ গ্রেপ্তার অভিযান বন্ধ ও আটক নেতা-কর্মী দের মুক্তি দাবি করেন।