ছেংগারচরে মেয়র পদে নৌকার প্রার্থীর জয়

আনোয়ারুল হক :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আরিফ উল্যাহ সরকার।
আরিফ  উল্যাহ সরকার ১৩ হাজার ৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার (নারকেল গাছ) পেয়েছেন ৬ হাজার ৩৪৭ ভোট। এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী আবদুল ওয়াদুদ মাস্টার (মোবাইল ফোন) পেয়েছেন ১ হাজার ৬৬৯ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী মো. সেলিম হোসেন (লাঙল) পেয়েছেন ৪৩৬ ভোট।
সোমবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টায় চাঁদপুর মতলব উত্তর উপজেলা পরিষদের সভাকক্ষে এ ফলাফল ঘোষণা করেন চাঁদপুর জেলার নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল হোসেন।

এছাড়াও ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন প্রার্থী এবং ৩ টি সংরক্ষিত ওয়ার্ডে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন সবুজ মিয়া, ২নং ওয়ার্ডে মোঃ হারিছ খান, ৩নং ওয়ার্ডে মোঃ জাহাঙ্গীর আলম, ৪নং ওয়ার্ডে শাহজালাল মুফতী, ৫নং ওয়ার্ডে আঃ মান্নান বেপারী, ৬নং ওয়ার্ডে আমান উল্লাহ, ৭নং ওয়ার্ডে আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ডে শাহজাহান মোল্লা ও ৯নং ওয়ার্ডে বোরহান উদ্দিন।
সংরক্ষিত কাউন্সিলর পদে ১.২.৩নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন সালমা পাটোয়ারী (চশমা), ৪.৫.৬নং ওয়ার্ডে আকলিমা (আনারস) ও ৭.৮.৯নং ওয়ার্ডে নুরুন্নাহার (আনারস) নির্বাচিত হয়েছেন।

এর আগে, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, আইনি জটিলতা কাটিয়ে দীর্ঘ নয় বছর পর ছেংগারচর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৬টি ভোটকেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫১ জন ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ছেংগারচর পৌরসভায় মোট ভোটার ৩৩ হাজার ৩৩৬ জন।

Loading

শেয়ার করুন: